সাতক্ষীরার কাকডাঙা সীমান্তে বিজিবি’র অভিযানে ২কেজি ৩৩৪গ্রাম স্বর্ণ উদ্ধার

ক্রাইমবার্তা রিপোটঃ     সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ২কেজি ৩শ ৩৪গ্রাম (তেজাবী সোনা) স্বর্ণ জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোর রাত ৩টা ৫০মিনিটে কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত থেকে ওই স্বর্ণের চালান জব্দ করা হয়।

সাতক্ষীরার কাকডাঙা সীমান্ত দিয়ে একটি চোরাচালানী চক্র স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩বিজিবি কাকডাঙা বিওপির সুবেদার মো: সিদ্দীকুর রহমানের নেতৃত্বে সীমান্তে অভিযান চালিয়ে ২কেজি ৩শ ৩৪গ্রাম (তেজাবী সোনা) স্বর্ণ জব্দ করে বিজিবি। জব্দকৃত ওই স্বর্ণের মূল্য ৮৮লক্ষ টাকা।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।