ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে ২কেজি ৩শ ৩৪গ্রাম (তেজাবী সোনা) স্বর্ণ জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোর রাত ৩টা ৫০মিনিটে কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত থেকে ওই স্বর্ণের চালান জব্দ করা হয়।
সাতক্ষীরার কাকডাঙা সীমান্ত দিয়ে একটি চোরাচালানী চক্র স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩বিজিবি কাকডাঙা বিওপির সুবেদার মো: সিদ্দীকুর রহমানের নেতৃত্বে সীমান্তে অভিযান চালিয়ে ২কেজি ৩শ ৩৪গ্রাম (তেজাবী সোনা) স্বর্ণ জব্দ করে বিজিবি। জব্দকৃত ওই স্বর্ণের মূল্য ৮৮লক্ষ টাকা।