সাতক্ষীরা সদর থানার ওসি অপারেশন সেকেন্দার আলী তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাও. শামসুজ্জামান নাশকতা মামলার সন্দিগ্ধ আসামী।
উল্লেখ্য : বাংলাদেশ মাদ্রাসার বোর্ডে নিয়ম অনুযায়ী জ্যোষ্ঠতার ভিত্তিতে অধ্যক্ষ নিয়োগের কথা থাকলেও নিয়ম বহির্ভূতভাবে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তারা বিরুদ্ধে জেনারেল ফান্ডের ১লক্ষ ৬৩ হাজার টাকা আত্মসাথসহ একাধিক অভিযোগ ওঠে। এঘটনায় পত্র-পত্রিকায় একাধিকবার সংবাদও প্রকাশিত হয়।
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. শামসুজ্জামান আটক
ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. শামসুজ্জামান কে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত মোতালেব গাজীর ছেলে। সোমবার রাত ১১টার দিকে তার নিজস্ব বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে নাশকতা মামলার সন্দিগ্ধ আসামী বলে জানিয়েছে পুলিশ।