স্বেচ্ছায় সাতক্ষীরায় বিএনপি’র শতাধিক নেতার পদত্যাগ

কালিগঞ্জে নলতা বিএনপি’র শতাধিক নেতৃবৃন্দের দলের পদ থেকে পদত্যা

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জের নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় নলতার করিম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপধ্যক্ষ অলিউর রহমানের সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে নলতা ইউনিয়ন বিএনপি’র কমিটির সকলেই অংশগ্রহন করে এবং একমত পোষন করে বি এনপি থেকে পদত্যাগের ঘোষনা দেন। একই সাথে পদত্যাগকারীরা বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রাণীত হয়ে, জননেত্রী শেখ হাসিনির উন্নয়নে বিশ্বাসী হয়ে এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশের গর্ব, সাতক্ষীরার অহংকার জননেতা আলহাজ্ব ডাঃ আফম রুহুল হকের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামীদিনে চলার প্রত্যয় ব্যাক্ত করেণ। এলাকার সার্বিক উন্নয়নে একাত্বতা ঘোষনা করে কয়েকদিনের মধ্যেই নলতা ইউনিয়ন বিএনটির ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সকলেই আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করবেন বলে সাংবাদিক সম্মেলনে জানান। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন রফিকুল ইসলাম খোকন। সম্মেলনে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রেজাউল ইসলাম, সহ সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর গাজী, ইয়াকুব আলী খাঁন, সাংগঠনিক সম্পাদক কিসমাতুল বারী, কোষাধ্যক্ষ মীর আকরাম কবীর প্রমুখ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।