মানবজমিনের রিপোর্ট সুপ্রিম কোর্টে উপস্থাপন আগাম জামিন নিয়ে দুর্ভোগের চিত্র তুলে ধরলো সুপ্রিম কোর্ট বার

ক্রাইমর্বাতা রিপোট: স্ট্রেচারে করে এলেন হাইকোর্টে’ মানবজমিনে প্রকাশিত আজকের এ প্রতিবেদন সর্বোচ্চ আদালতে  দেখিয়ে আগাম জামিন নিয়ে দুর্ভোগের চিত্র তুলে ধরেছে সুপ্রিম কোর্ট আইনজীবী (বার) সমিতি।

আজ বেলা সাড়ে এগারটায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের চার বিচারতির বেঞ্চে বার সভাপতি জ্যৈষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এটি উপস্থাপন করে বলেন কোনো ঘটনা ঘটেনি তবু মামলা হয়েছে। সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের এখনো আস্থা আছে বলে তারা এখানে ছুটে আসছেন। তারা জামিন পাচ্ছেন কিন্তু লিমিটেড। নিন্ম আদালতে গেলে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। তাহলে সাধারণ মানুষ যাবে কাথায়?

এ সময় তিনি মানবজমিনে প্রকাশিত প্রতিবেদন থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, এই লোকটির  স্ট্রেচারে করে এসে জামিন নিয়েছেন। দিন আনে দিন খায়। পরে প্রধান বিচারপতি বলেন, উচ্চ আদালতে তারা জামিন পাচ্ছেন তো।

আমরা বিষয়টি দেখবো। এ সময় আদালতে বারের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, স হ সভাপতি মো. গোলাম মোস্তফা ও ড. গোলাম রহমান ভূইয়া উপস্থিত ছিলেন।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।