যশোরে র‌্যাবের হাতে পালসার মোটর সাইকেলসহ এক চোরাকারবারীকে গ্রেফতা র

তরিকুল ইসলাম তারেক, যশোর: শহরতলীর ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের পাশ্ববর্তী রাস্তা থেকে মোঃ মনিরুল ইসলাম (৩০) নামে এক মোটর সাইকেল চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-৬, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি আরো জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুরে বিজিবি ক্যাম্পের পাশের রাস্তায় অবস্থান নেয়। এসময় একটি চোরাই বাজাজ পালসার ১৫০ সিসি মোটর সাইকেলসহ মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনিরুল মনিরামপুর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের নেছার সরদারের ছেলে। মোটর সাইকেল ছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট, মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন সনদ, মোবাইল সিম ও কিছু নগদ টাকা জব্দ করা হয় বলে জানান হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোড ৪১১/৪৭৪/৪৭৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। #

Check Also

সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।