সাতক্ষীরায় ২লক্ষ ৩৪ হাজার ৩শ ৩৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তফা কামাল

 ক্রাইমবার্তা রিপোটঃ   : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড-২০১৮) এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শহরের সূর্যের হাসি নেটওয়ার্ক ক্লিনিক (এইউএইচসি) এ সাতক্ষীরা সিভিল সার্জন ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিশুদের মুখে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড-২০১৮) এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রওশনারা জামান, সূর্যের হাসি নেটওর্য়াক ক্লিনিক (এইউএইচসি) এর মেডিকেল অফিসার ডা. সাবেরা সুলতানা, মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার, সূর্যের হাসি নেটওয়ার্ক ক্লিনিক (এইউএইচসি) ক্লিনিক ম্যানেজার মো. মফিকুল ইসলাম প্রমুখ। এসময় সুর্যের হাসি নেটওয়ার্ক ক্লিনিক (এইউএইচসি) এর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবার সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৩শ’৫১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড-২০১৮) এ সদর উপজেলার ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ১৩ হাজার ৩শ’২৭ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে এবং ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ১১জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মোট ২০৩১টি টিকাদান কেন্দ্রে ২ লক্ষ ৩৪হাজার ৩শ ৩৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ২৫ হাজার ১১ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ১৫ মাস বয়সি ২ লক্ষ ৩৪ হাজার ৩শ ৩৮ জন শিশুকে একটি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচিতে স্বাস্থ্যকর্মী (সরকারি) ৬২১ জন এবং স্বাস্থ্যকর্মী (বেসরকারি) ২১৮ জন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ৪ হাজার ৬২ জন। প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকা প্রদান করা হবে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।