আকবর হোসেন,তালাঃ তালা বালিয়া টিআরএম নদীর ব্রিজের ভাঙ্গন কুল রক্ষার শত শত ব্লক উধাও হয়ে যাচ্ছে । খোজ মিলল বালিয়া গ্রামের কমলা বেগম স্বামী খলিল মোড়ল,আঃ সবুর মোড়ল পিতা মহাতাব মোড়ল সহ একাধিক ব্যাক্তির বাড়ীতে ।
সরজমিনে গিয়ে দেখা যায়, বালিয়া নদীর ভাঙ্গন কুল রক্ষার শত শত ব্লক উধাও হয়ে গেছে । অবশেষে খোজ মিলল ভাঙ্গন কুলের পার্শ্বে বালিয়া গ্রামের কমলা বেগম স্বামী খলিল মোড়ল,আঃ সবুর মোড়ল পিতা মহাতাব মোড়ল সহ একাধিক ব্যাক্তির বাড়ীতে সারিবদ্ধভাবে সাজানো আছে । এলাকাবাসী জানায়,আমরা ভাঙ্গন কুলের মানুষ, আমাদের বাড়ীঘর,জমি জমা এমনকি কবর স্থান পর্যন্ত ভাঙ্গনের কবলে পড়েছে । আমরা প্রায় সর্বশান্ত হয়ে গেছি । সরকার এসব ক্ষতিগ্রস্থ মানুষের কথা চিন্তা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে নদীর দুপার্শ্বে ব্লক দিয়ে ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে । কিন্ত একদল ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এবং সামান্য লাভের আশায় ভাঙ্গন কুলের রক্ষার ব্লক বাড়ীতে নিয়ে গেছে । এভাবে যদি প্রতি নিয়ত ব্লক চুরি হয় তবে সরকারের কোটি টাকার প্রকল্প ভেস্তে যাবে। ক্ষতিগ্রস্থসহ ভাঙ্গনকুল এলাকার মানুষের দাবী,ভাঙ্গন রোধকল্পে নদীর পার্শে রক্ষিত ব্লক যেন কোন ব্যক্তি নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার না করতে পারে এবং যাহারা বাড়ীতে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানিয়েছেন ।