নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের তৃণমুল পর্যায়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে আশাশুনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার সকল স্তরের মানুষ বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি শেষে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য হোসেন আলী সরদার, মো. আরিফ বিল্লাহ, ইব্রাহীম গাজী, বিপ্লব কুমার দাস, জেলা ছাত্রলীগের সাবে সহ-সভাপতি শামিমুজ্জামান পলাশ, শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হরিচরণ সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা হরিচরণ মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর যোগ্যতার মাপকাটি হিসেবে তৃণমূল পর্যায়ের কাউন্সিলরদের মতামতকেই গুরুত্ব দিয়েছেন। অথচ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কৌশলে কিছু কাউন্সিলরদের সাক্ষর গ্রহণ করে অধিকাংশদের মতামতকে অগ্রাহ্য করে এবিএম মোস্তাকিমকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এতে দলীয় নেতা কর্মীদের মনোবল ভেঙে পড়েছে। তারা বিশ্বাস করেন তৃণমুল পর্যায়ে যাচাই বাছাই করা হলে সাবেক ছাত্রলীগ নেতা খাজরা ইউপি চেয়ারম্যান শাহানাওয়াজ ডালিমই মনোনীত হবেন।
প্রধানমন্ত্রীসহ দলীয় শীর্ষপর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বহির্ভুতভাবে দলীয় প্রার্থী নির্বাচন করা হলে আগামিতে বৃহত্তর কর্মসুচি নেওয়া হবে। একইসাথে তারা উপজেলা চেয়াম্যান ও আওয়ামী লীগ সভাপতি এবিএম মোস্তাকিমের দুর্নীতির খ-চিত্র তুলে ধরেন।
মানববন্ধন কর্মসুচি শেষে একটি বিক্ষোভ মিছিল সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Check Also
১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে; ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা …