ফিরোজ হোসেন: ব্যাপক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় ১ম জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৯ উপলক্ষে খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড় নিলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। উল্লেখ্য খেলোয়ার নিলাম অনুষ্ঠানে সাতক্ষীরা পৌর সভাসহ ৭টি উপজেলা মিলে মোট আটটি দল অংশ গ্রহণ করে। আগামী ১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের খেলোয়ার নিলামে ক্রিকেটার তানভীর মাহমুদ সজীবকে সবোর্চ্চ ২০ হাজার টাকা দরে ক্রয় করে আশাশুনি উপজেলা দল। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ক্রিকেটে সাতক্ষীরা জেলার ব্যাপক সুনাম রয়েছে। এই জেলার মোস্তাফিজ, সৌম্য জাতীয় দলে অংশ নিয়ে দেশের খেলার মান বিশ্বের দরে তুলে ধরতে সক্ষম হয়েছে। জেলা প্রশাসক কাপ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের মাধ্যমে খেলোয়াড়রা আরও বেশি অনুপ্রানিত হবে।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …