শিশুদের নজর একুশে বইমেলায় আসমা আফরিনের ‘লিফটের ভিতর চান্দু ভূতের দিকে

আবু সাইদ বিশ্বাস: অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে আসমা আফরিনে শিশুতোষ গল্প গ্রন্থ’ ‘লিফটের ভিতর চান্দু ভূত’। বইটিতে রয়েছে দশটি গল্প। প্রত্যেকটি গল্পেই রয়েছে ছোটদের জন্য শিক্ষনীয় ম্যাসেজ। আছমা আফরিন জানান, ‘লিফটের ভিতর চান্দু ভূত’ নামটি বইয়ের একটি গল্পের নাম অন অনুশারে নেওয়া হয়েছে। নামটি ভোতিক মনে হলেও বাস্তবে তা নয়।
শহরের ইট পাথরের নগরীতে বাচ্চারা অনেক সময় লিফটে একা একা উঠানাম করে কিন্তুু বিদ্যুৎ চলে গেলে কিম্বা অনন্য কারনেও অনেক ভয় পেয়ে থাকে। এমনকি জীবনেরও আশঙ্কা হতে পারে। বইটিতে রয়েছে ‘লিফটের ভিতর চান্দু ভূত’ কি ভাবে আসে কি ভাবে যায়। আসলে ‘চান্দু ভূত’ বলে শিশুরা কি ভাবে। বইটি পড়লে নিশ্চয় বাচ্চারা সতর্ক হয়ে যাবে। তবে বইটি কিন্তুু মোটেও ভৌতিক গল্প গ্রন্থ নয়। গ্রামিণ এবং নাগরিক জীবন নিয়ে লেখা গুলো গল্প। আশা করি বইটি ছোট পাঠকদের হৃদয়ে জায়গা করে নিবে। বইটির মুল্যর ১০০ টাকা ধরা হলেও অমর একুশে বইমেলায় ২৫%ডিস্কাউন্টে ৭৫ টাকায় পাওয়া যাবে বইটি। পরিলেখ প্রকাশনির ব্যবস্থাপনায় ১৭১ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও কুরিয়ার যোগে ০১৮৫৩৪৫৬৫৬৪ নম্বরে বইটি পাওয়া যাবে।

অমর একুশে বইমেলা ২০১৯ অনুযায়ী এবারের মেলায় বাংলা একাডেমিতে নতুন বই জমা পড়েছে ১২৪টি। এ নিয়ে গত এগার দিনে নতুন বই জমা পড়েছে ১ হাজার ৫ শত ২৮টি। এদিকে দিন যত যাচ্ছে ‘অমর একুশে গ্রন্থমেলা’য় ততই বৃদ্ধি পাচ্ছে বই ক্রেতাদের সমাগম। প্রতিদিন যেমন মেলায় আসছে নতুন নতুন বই, তেমন-ই যেন প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণের মেলায় ছুটে আসছে শত-সহ¯্র বই প্রেমী মানুষ। তাদের সরব উপস্থিতিতে বই বিক্রির যেমন বাড়ছে তেমনই মেলার বিভিন্ন প্রান্তে জমে উঠছে আড্ডা। প্রতিদিন সোহরাওয়ার্দী বিকাল ৩টায় শুরু হয়ে চলছে রাত ৯টা পর্যন্ত জমকালো আয়োজন।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।