হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জেরর বিষ্ণুপুরে
সরস্বতি পূজা ও আট দিনব্যাপী পঞ্চমী মেলার ৪র্থ দিনে দর্শনার্থীদের ভীড়ে মুখরিত হয়েছে। বিষ্ণুপুর প্রান্তিক সংঘ’র আয়োজনে ঐতিহাসিক ‘টাইটানিক’ জাহাজের আদলে নির্মিত (অস্থায়ী) মন্ডপ ও আকষর্ণীয় প্যান্ডেলটি দর্শনার্থীদের মন কেড়েছে। অপরদিকে পঞ্চাশ গজ দুরে স্কুল চত্তরে বন্ধু মহলের সুদৃশ্য প্যান্ডেল, ডিজিটাল প্রতিমা দর্শনে জমায়েত হচ্ছেন হাজার হাজার দর্শক। বিষ্ণুপুর প্রান্তিক সংঘের সভাপতি শিবদাস বৈদ্য ও সাধারণ সম্পাদক শিক্ষক নির্মল কুমার গাইন এ প্রতিনিধিকে জানান, বিষ্ণুপুর মাঠে প্রান্তিক সংঘ এবং পিকেএম মাধ্যমিক বিদ্যালয়
প্রাঙ্গনে পৃথক পৃথক ভাবে ১১ ফেব্রুয়ারি থেকে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রান্তিক সংঘের ১৬ তম সরস্বতী পুজা খুলনা বিভাগের মধ্যে আলোচিত ও জমকালো হয়েছে বলে দর্শনার্থীরা মুল্যায়ন করছেন। ১১ তারিখ সন্ধ্যায় আরতী ও আলোক সজ্জা প্রদর্শনী, মঙ্গলবার(১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় বিষ্ণুপুর মদিনা নাট্য সংস্থার পরিবেশনায় ধর্মীয় নাটক ’লালন ফকির’ অনুষ্ঠিত হ ওয়ার কথা থাকলেও আইন শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে সন্ধ্যায় থানা পুলিশ বন্ধ করে দেয়। আজ বুধবার (১৩ ফেব্রুয়ারী) ও বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আরতী ও প্রতিমা প্রদর্শনী, শুক্রবার(১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ টায় পুরস্কার বিতরণী, ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৬ ফেব্রুয়ারি শনিবার ঢাকা ও কলিকাতার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টা থেকে প্রতিমা বরণ ও রাত ৮ টায় প্রতিমা বিসর্জন দেয়া হবে। অপরদিকে বিষ্ণুপুর স্কুল পূজা উদযাপন কমিটি (বন্ধু মহল) ২৪তম বার্ষিক শ্রী শ্রী সরস্বতী পূজা ও পঞ্চমী মেলার আয়োজন করেছে। ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা হতে
সরস্বতী পূজা, সাড়ে ৯টায় অঞ্জলি, সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রসাদ বিতরণ, সাড়ে ৭টায় সন্ধ্যা আরতী, ডিজিটাল
প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী। ১১ ও ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় আরতী,
ডিজিটাল প্রতিমা প্রদর্শনী ও আলোক সজ্জা প্রদর্শনী, ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়
বিষ্ণুপুর তরুণ নাট্য সংস্থার পরিবেশনায় সামাজিক নাটক অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বহিরাগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৫ ফেব্রুয়ারি বিকেল
৩টা থেকে আভ্যন্তরীণ খেলাধুলা, ১৬ ফেব্রুয়ারি স্কুলের শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৭ ফেব্রুয়ারি
বিকেল সাড়ে ৫টা থেকে প্রতিমা বরণ, সন্ধ্যা ৭টায় মা-বোনদের শঙ্কধ্বনী, উলুধ্বনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে
বলে জানা গেছে।