ক্রাইমর্বাতা রিপোট: ঢাকা : ঋণ খেলাপি ও অর্থ পাচারকারিদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ব্যাংকের টাকা উদ্ধারে কেন কমিশন গঠন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।
আজ বুধবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর সাথে জড়িত ঋণ খেলাপি ও অর্থপাচারকারীদের চিহ্নিত করে তাদের তালিকা করারও নির্দেশ দেন হয়েছে।
ঋণ খেলাপি ও অর্থপাচারকারীদের চিহ্নিত করে টাকা উদ্ধারে আইনগত কী কী ব্যবস্থা নেয়া হয়েছে, সে বিষয়ে একটি রিপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সাথে এই টাকা উদ্ধারে কেনো কমিশন গঠনে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে কেনো নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
আদালত বলেন, ব্যাংকিং সেক্টরকে ইতিমধ্যে নাজুক করে দেয়া হয়েছে, অতিসত্বর এটা বন্ধ করতে হবে। এটা এভাবে চলতে দেয়া যায় না বলেও মন্তব্য করেছেন আদালত।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …