সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীসহ ৮৪ জনকে গ্রেফতার করেছে। এসময় ৬৩ পিচ ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়।
বুধবার সন্ধ্যা থেকে আজ সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান,সাতক্ষীরা সদর থানা থেকে ২৫ জন,কলারোয়া থানা থেকে ৮ জন,তালা থানা থেকে ৮ জন,কালিগঞ্জ থানা থেকে ১০ জন,শ্যামনগর থানা থেকে ১০ জন,আশাশুনি থানা থেকে ১১ জন,দেবহাটা থানা থেকে ৬ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান,গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদক,নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …