মাসুদ হাসান(সাতক্ষীরা প্রতিনিধি):”জঙ্গিবাদ ও মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”- এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও সাতক্ষীরা জেলা প্রশাসকের আয়োজনে ১ম ‘জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে’র উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- দেশের তরুণ সমাজের জন্য মাদক অভিশাপ স্বরূপ। বেশি বেশি খেলাধুলা ও সৎ সঙ্গীর মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা যায়। তিনি আরো বলেন- দেশের মাদক নির্মূল করার জন্য সরকার ও প্রশাসন জিরো টলারেন্সে অবস্থান করছে। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য বর্তমান সরকার দৃঢ় প্রত্যয়ী। এ লক্ষ্যে যুব সমাজকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। তিনি আশা করেন, জেলা প্রশাসক ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে সাতক্ষীরা থেকে আরো মুস্তাফিজ-সৌম্য বেরিয়ে আসবে। এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব ইলতুৎমিস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আফজাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সদস্য বৃন্দ। সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া রঙিন বেলুন উড়িয়ে ৮ দলীয় ১ম জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলার ১ম দিনে অংশগ্রহণ করেন আশাশুনি উপজেলা ক্রিকেট একাদশ ও কলারোয়া উপজেলা ক্রিকেট একাদশ।
Check Also
আশাশুনির তুয়ারডাঙ্গা বাজারে জামায়াতের অফিস উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার(৮ জানুয়ারি) …