ফিরোজ হোসেনঃ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় ব্ক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. বদিউজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেন, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হকসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ। সভায় জেলার রাস্তাঘাটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …