অর্থ আত্মসাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

ক্রাইমবার্তা রিপোটঃ  বাংলাদেশ ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক সহকারী পরিচালক এসএম গিয়াস উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৬৪ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রোববার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী আবুল হোসেন।

রায় ঘোষণার সময় আসামি এসএম গিয়াস উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

এ মামলার অন্য দুই আসামি মকবুল হোসেন ও মহিউদ্দিন মৃধার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত। মামলার আরেক আসামি আজিজুল হক মারা যাওয়ায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৬ সালের ৮ নভেম্বর থেকে ১৯৯৭ সালের ৫ মার্চের মধ্যে পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় মিথ্যা তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে ৫২ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেন।

ওই ঘটনায় ১৯৯৭ সালের ২৫ মে মতিঝিল থানায় মামলাটি করা হয়।

২০০৩ সালের ৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবদুল হান্নান তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।