৫ হাজার কোটি টাকা আত্মসাতের চেয়ে স্কুল গুরুত্বপূর্ণ: হাইকোর্টকে দুদক চেয়ারম্যান

ক্রাইমবার্তা রিপোটঃ : ঢাকা: ৫ হাজার কোটি টাকা আত্মসাতের তদন্তের চেয়ে স্কুলের অনিয়ম তদন্ত বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
‘ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট-পাচার হয়ে যাচ্ছে আর দুদক ব্যস্ত প্রাইমরারি স্কুলের শিক্ষকদের হাজিরা নিয়ে’ গত সপ্তাহে হাইকোর্টের করা এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রোববার দুপুরে  তিনি এ কথা বলেন।
দুদুক চেয়ারম্যান বলেন, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া দুর্নীতি দমন করা সম্ভব নয়। ৫ হাজার কোটি টাকা আত্মসাতের তদন্তের চেয়ে স্কুলের অনিয়ম তদন্ত বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সকল দুর্নীতির বিরুদ্ধে কাজ করার এখতিয়ার নেই দুদকের। মূলত সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের দুর্নীতি নিয়েই কাজ করছে দুর্নীতি দমন কমিশন।
এ সময় শিক্ষার্থীদের দুর্নীতি দমনে নিজেদের সচেতন হওয়ার পরামর্শ দেন দুদক চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশনের কৌশলপত্র ২০১৯’ এর উপর মতামত ও পরামর্শ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।