ক্রাইমবার্তা রিপোটঃ : ঢাকা: ৫ হাজার কোটি টাকা আত্মসাতের তদন্তের চেয়ে স্কুলের অনিয়ম তদন্ত বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
‘ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট-পাচার হয়ে যাচ্ছে আর দুদক ব্যস্ত প্রাইমরারি স্কুলের শিক্ষকদের হাজিরা নিয়ে’ গত সপ্তাহে হাইকোর্টের করা এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রোববার দুপুরে তিনি এ কথা বলেন।
দুদুক চেয়ারম্যান বলেন, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া দুর্নীতি দমন করা সম্ভব নয়। ৫ হাজার কোটি টাকা আত্মসাতের তদন্তের চেয়ে স্কুলের অনিয়ম তদন্ত বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সকল দুর্নীতির বিরুদ্ধে কাজ করার এখতিয়ার নেই দুদকের। মূলত সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের দুর্নীতি নিয়েই কাজ করছে দুর্নীতি দমন কমিশন।
এ সময় শিক্ষার্থীদের দুর্নীতি দমনে নিজেদের সচেতন হওয়ার পরামর্শ দেন দুদক চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশনের কৌশলপত্র ২০১৯’ এর উপর মতামত ও পরামর্শ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …