সাতক্ষীরায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

ক্রাইমবার্তা রিপোটঃ নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন,সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাতক্ষীরায় ১শ’ ৬১ টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি) দু’সহস্রাধিক শিক্ষক-কর্মচারি দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অনেকের চাকরির বয়সও শেষের দিকে। বক্তারা অবিলম্বে সাতক্ষীরাসহ দেশের লক্ষাধিক শিক্ষক-কর্মচারির একযোগে এমপিও ভুক্তি করতে সরকারের কাছে জোর দাবি জানান। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।