ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরায় প্রথম জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত¦াবধানে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ভারপ্রাপ্ত ইলতুৎ মিশ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক পত্মী মিসেস লাভলী কামাল, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
প্রথম জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা দল বনাম সাতক্ষীরা পৌরসভা দল। খেলায় সাতক্ষীরা পৌরসভা নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে সাতক্ষীরা সদর উপজেলা দল ১৭ ওভার ১ বল খেলে ১৪৯ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌছে যায় এবং ৬ ইউকেটে জয়লাভ করে প্রথম জেলা প্রশাসক কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাতক্ষীরা সদর উপজেলা দল শামীম এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন একই দলের ওলিউল করিম রনি।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …