সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলার বাহিনীর ৩০ বছরের সেরা সমন্বয় ছিল : র‌্যাব ডিজি

  ক্রাইমবার্তা রিপোটঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলার বাহিনীর ৩০ বছরের মধ্যে সেরা সমন্বয় ছিল বলে দাবি করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘এমন ঐক্য, সমন্বয় চাকরি জীবনের তিন দশকেও দেখি নাই। উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এই সমন্বয় ধরে রাখতে হবে। শেখ হাসিনার ভিশন উন্নত বাংলাদেশের ভিশন। সরকারের নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমাদের দায়িত্ব সরকারকে সহযোগিতা করা। আমরা সেটাই করছি।’

শনিবার রাতে র‌্যাব-১৩ রংপুর এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রংপুর মহানগরীর স্টেশনে র‌্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর বিভাগীয় কমিশনার মোহম্মদ জয়নুল বারী, রংপুরের ডিসি এনামুল হাবীব, এসপি সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্বাগত বক্তব্য রাখেন র‌্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

এসময় বেনজির আহমেদ বলেন, রাষ্ট্রের থেকে কেউ ক্ষমতাবান নয়। দেশে মাদক থাকবে না। এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। কেউ যদি এ সিদ্ধান্তের বাইরে যায়, তবে সে থাকবে না। আসুন যারা মাদক ব্যবসা করে, মজুদ করে, তাদের আমরা ঘৃণা করি। সমাজ থেকে এদের বিতাড়িত করি। মাদক ব্যবসায়ী ও আশ্রয়দাতাদের কেউই শক্তিশালী নয়।

কেক কেটা, আতশবাজি ও সাংস্কৃতিক আয়োজনেও ছিল সুধীজনদের ভিড়।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।