ছাত্রদলের ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

ক্রাইমবার্তা ডেস্করিপোটঃ     ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল সাতদফা দাবিতে উপাচার্যে কার্যালয় ঘেরাও করে রেখেছে। সাত দফা দাবির মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করা। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ছাত্রদল।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলাভবন ঘুরে মিছিলটি প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্যের কার্যালয়ে যায়। এরপর তারা কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

মিছিলের নেতৃত্ব দেয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। এছাড়া সংগঠনের প্রায় দেড়শতাধিক নেতাকর্মী এতে অংশ নিয়েছেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।