মোহাম্মদ হোসেনক্রাইমবার্তা রিপোর্টঃসাতক্ষীরা সদর উপজেলার নারিকেল তলা হইতে আকড়াখোলা বাজার পর্যন্ত ব্যাস্থতম সড়কের ধীর গীতে মেরামত এবং বৃষ্টির পানির কারনে বেহাল অবস্থা। মেরামতের ধির গতির কারনে পথচারী যানচলাচল এবংএলাকার মানুষের সইতে হইছে নানান ভোগান্তির।
এখন তার সাথে যোগ দুই দিন ধরে একাধারে বৃষ্টি
এর কারনে রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে পানি ভর্তি পুকুর এর মতো।
এরমধ্যে অন্যতম স্পট হলো গাজী বটতলা থেকে শুরু করে আকড়াখোলা বাজার পর্যন্ত এলাকার সাধারণ মানুষের দৈন্দীন কাজ বন্ধ হয়ে যাওয়া সহ শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া ও গত তিন ধরে বন্ধ প্রায়।
এ লাকার সাধারণ মানুষেরা বলেন এই রাস্তার মেরামতের জিনি কন্ট্রাক্ট নিয়েছেন তার কোন খোজ খবর নেই তার ফোন নম্বরে ফোন দিলেও তাকে পাওয়া যাচ্ছে না।
বর্তমানে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে, চলাচলের জন্য বিকল্প কোন রাস্তা নেই
উপস্থিত ভাবে সাংবাদিকরাও তার মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে পাওয়া যায়নি তাকে
রাস্তাটি মেরামতের গতি বাড়িয়ে ধ্রত কাজ শেষ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বার সহ উর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর হস্তক্ষেপ কামনা করেছেন দেবনগর ও আকড়াখোলা, এবং এলাকায় বসবাস রত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, ব্যবসায়ীসহ এলাকাবাসী।