দেশজুড়ে বজ্রপাত ও দুর্ঘটনায় ১৩ জন নিহত

ক্রাইমবার্তা ডেস্ক  রিপোটঃ   সারাদেশে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, নবীনগর উপজেলায় বজ্রপাতে মঞ্জুর আলী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু ও দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে ইটভাটায় এ ঘটনা ঘটে। মৃত মঞ্জুর আলী নাসিরনগর উপজেলার সোলাকান্দি গ্রামের গোলাপ রহমানের ছেলে।

মাদারীপুর সংবাদদাতা জানিয়েছেন, রাজৈর উপজেলায় বজ্রপাতে গফুর মাতুব্বর (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশে একটি খালে মাছ ধরতে গেলে বজ্রপাতে তিনি মারা যান। মৃত গফুর মাতুব্বর ইশিবপুর ইউনিয়নের নগরকান্দা গ্রামের হেলাল মাতব্বরের ছেলে।

সিংড়ায় বজ্রপাতে কৃষক নিহত

সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলার শালমারা গ্রামে বজ্রপাতে আব্দুল মমিন আকন্দ (৩০) নামে এক কৃষক নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেল তিনটার সময় বাড়ির পার্শ্বে মাঠের মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মমিন শালমারা গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।

ইটালি ইউনিয়নের ( ইউপি) চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম জানান, কৃষক আব্দুল মমিন বাড়ির পার্শ্বে মাঠে কৃষি কাজ করছিলেন। এসময় আকাশে বজ্রসহ শিলাবৃষ্টি হতে দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদসদ্য মকলেছুর রহমান জানান, বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে জমির ধারে তাঁর লাশ পড়ে ছিলো, উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বজ্রপাতে তাঁর শরির ঝলসে গেছে।

বজ্রপাতে ঘটনাস্থলে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। পরে বিষয়টি তাৎক্ষণিক ইউএনওকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সরকারী ভাবে ১০ হাজার টাকা আর্থিক অনুদান এবং শুকনো খাবার দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, ফতুল্লায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা নৌবাহিনী ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর সংবাদদাতা জানিয়েছেন, গাজীপুরে ট্রেনে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস লীমু (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় তিন পথচারী প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। শীর্ষকাগজ।

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ওবায়দুল (৯) নামে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। গতকাল  দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সুহিলপুর ও নন্দনপুর এলাকার মাঝামাঝি স্থানে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী  সংবাদদাতা জানান, বালিয়াকান্দি উপজেলার জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিরোদ কুমার দে (৬৫) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চারজন এসএসসি পরীক্ষার্থী। গতকাল দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা সংবাদদাতা জানিয়েছেন, পলাশবাড়ী উপজেলা সদরের মহেশপুর-বাঁশকাটা এলাকায় ট্রাকের ধাক্কায় রাজা মিয়া (৬৫) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও চারজন। বুধবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন, পাতা কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে সুফিয়া খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সুফিয়া সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।