সিটি নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট: সিইসি

ক্রাইমবার্তা রিপোটঃ    ভোটার উপস্থিতি কম থাকলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ১৮টি করে ৩৬টি ওয়ার্ডে নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

শুক্রবার সকালে ভোটার দিবস উপলক্ষে র‌্যালি শেষে সাংবাদিকদের এ সন্তোষের কথা জানান সিইসি।

ভোটে নির্বাচন কমিশন সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘হ্যাঁ, সন্তুষ্ট।’ ভোটার উপস্থিতি কম থাকলেও ঢাকা উত্তর-দক্ষিণ সিটি নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট।

ভোটার কম হওয়ার তিনটি কারণ তুলে ধরে নুরুল হুদা বলেন, প্রথম কারণ ছিল- নির্বাচনের মেয়াদ খুব কম, দ্বিতীয়ত প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ না করা এবং তৃতীয়ত আবহাওয়া খারাপ ছিল।

সিইসি বলেন, ‘তবে বাইরে যেসব নির্বাচন হয়েছে, যেমন পটুয়াখালী, ঝিনাইদহ, সেখানে প্রচুরসংখ্যক ভোটার উপস্থিতি ছিল। সেখানে অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে।’

১ মার্চ ভোটার দিবস পালিত হওয়ায় ভোটাররা উদ্বুদ্ধ হবেন বলেও মনে করেন প্রধান নির্বাচন কমিশনার।

ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে সাত লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।