উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে, মনে করি না : কাদের

ক্রাইমবার্তা রিপোটঃ   ঢাকা: উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে বলে মনে করেন না বলে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমার বিশ্বাস, উপজেলা নির্বাচন একেবারে পারফেক্ট হবে এটা আমি মনে করি না। কারণ পারফেক্টের বিষয়টাই ভিন্ন। কোনো বিষয়ে পারফেক্ট হয় না, কারণ ত্রুটি থাকবেই। ভুল ত্রুটি নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ’

তিনি আরও বলেন, ‘আমাদের গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগে কিছু ভুল ত্রুটিও আমাদের অতিক্রম করতে হবে। এটা থাকবেই, এটা নিয়েই আমাদের এগোতে হবে। ’

সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনে সংঘাত-সহিংসতা হবেই। সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে যে কাউন্সিলর ইলেকশন হয়েছে। সেখানে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিল। তার পরও খারাপ কোনো ঘটনা, কোনো অমিনেন্স ইনসিডেন্ট কোথাও ঘটেনি। ’

তিনি বলেন, ‘ইলেকশন করতে করতে একটা সময় দেখা যাবে যে গণতন্ত্র, ইনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে রূপ নিয়েছে। যে কারণে এ ধরনের ত্রুটি-বিচ্যুতি থাকলে এ বিষয়গুলো তখন আর কারো নজরে আসবে না বা এ ধরনের ঘটনাবলীর পুনরাবৃত্তি ঘটবে না। ’

এ সময় অঙ্গীকার করেও জাতীয় পার্টি কাঙ্ক্ষিত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সংসদ ও মাঠে শক্তিশালী বিরোধী দল চায় আওয়ামী লীগ।’

Check Also

১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে; ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।