ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ক্রাইমবার্তা রিপোটঃ  গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে রোববার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। রাত ৯টার দিকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান। এ সময় তারা ২০ মিনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের শয্যাপাশে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. আবদুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এবং বিএনপি নেতা নাজমুল হুদা রাজু। শায়রুল কবির যুগান্তরকে বলেন, সন্ধ্যার পর মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতারা চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উপস্থিত হন। সেখান থেকে রাত সাড়ে ৮টায় তারা হাসপাতালের উদ্দেশে রওনা হন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসা হয়। এনজিওগ্রামে তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়লে চিকিৎসকরা একটি অপসারণ করেন। দুপুরের পর তার অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসকরা।

Check Also

১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে; ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।