পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের

ক্রাইমবার্তা রিপোটঃ নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ভারত । কিন্তু পাকিস্তান বলছে, তারা একটি ভারতীয় সাবমেরিনের পাক নৌসীমানার ভেতরে প্রবেশের চেষ্টা রুখে দিয়েছে। মঙ্গলবার প্রতিবেশী দুই দেশ পরস্পরের বিরুদ্ধে এমন পাল্টাপাল্টি অভিযোগ করে। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ভারতের দাবি, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় মঙ্গলবার নিরাপত্তা চৌকি ও গ্রাম লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। এর মাধ্যমে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ভারতের প্রতিরক্ষা মুখপাত্র জানান, বেলা সাড়ে ১১ টার দিকে রাজৌরির নওসেরা সেক্টরে এ গুলির ঘটনা ঘটে। পাকিস্তানি সেনারা মর্টার ও ছোট অস্ত্র দিয়ে গুলি করতে থাকে।

তবে এতে ভারতীয় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান উত্তেজনা কমে আসলেও সেখানে দু’পক্ষের মধ্যে থেমে থেমে গুলি বিনিময় চলছে।

 

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।