‘এখন দিনের বেলাতেই ভোট ডাকাতি হবে’

ক্রাইমবার্তা রিপোটঃ  বরিশালে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, উপজেলা নির্বাচনে এবার রাতের বেলায় ভোট ডাকাতি হবে না। এখন দিনের বেলাতেই হবে ভোট ডাকাতি। এখন অনেক স্থানে বিনা ভোটে চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হচ্ছেন। এ ধরনের নির্বাচন দেশের জন্য সুখবর বয়ে আনবে না। বুধবার দুপুরে বরিশাল জেলা ওয়ার্কাস পার্টির আয়োজনে নগরীর কালীবাড়ি রোডস্থ রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে মেনন ও সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফন ন্নেছা খান বিউটির সংবর্ধনা অনুষ্ঠানে রাশেদ খান মেনন একথা বলেন। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনয়ন দেন সেই নৌকা প্রতিকের দল নৌকায় ভোট দেন না। যে দল নিজেদের দলের প্রতীকে ভোট দেন না তারা তাদের মা-বাবাকে বিশ্বাস করেন না।

মেনন বলেন, নির্বাচন বর্জন করে নয়, নির্বাচনে অংশ নিয়েই নির্বাচনের সকল অনিয়মকে দূর করতে হবে। উপজেলা নির্বাচন সেই সুযোগ সৃষ্টি করেছে।

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি লুৎফন ন্নেছা খান বিউটি, ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড আব্দুল খালেক, জেলা ওয়ার্কার্স পাটি সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. শেখ মো. টিপু সুলতান, অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ, টিএম শাহজাহান, অধ্যাপক গোলাম হোসেন, মোজাম্মেল হক ফিরোজ, ফাইজুল হক বালি ফারহাইন, জালাল উদ্দিন, শিলা রানি শীল, সুজন আহমেদ, ছাত্র মৈত্রী মহানগর সভাপতি শামীম শাহরুখ তমাল প্রমুখ।।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।