কুমিল্লা হত্যা মামলা: ৬ মাসের জামিন পেলেন খালেদা জিয়া

ক্রাইমবার্তা রিপোটঃ     কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হয়। শুনানি শেষ আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য ছিল। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন। ওই ঘটনায় খালেদা জিয়াকে আসামি করে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় এ হত্যা মামলা করা হয়।

Check Also

রমজান উপলক্ষে আশাশুনিতে অসহায় দুঃস্থ মানুষের মাঝে আত-তাকওয়া ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ 

এস,এম মোস্তাফিজুর রহমান আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।