বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশণাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সাতক্ষীরা প্যেরসভা যৌথ আয়োজনে জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সনাক জলবায়ু বিষয়ক উপ-কমিটির বাহ্বায়ক কল্যাণ ব্যানার্জী জলবায়ু অর্থায়নে সুশাসন চর্চার ক্ষেত্র সমূহ এবং সভার লক্ষ্য ও উদ্দেশ্য সভায় অবহিত করেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফারাহ দিবা খান সাথী, অনিমা রানী মন্ডল, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, পলটু বাসার, পৌরসভার শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহালী প্রমুখ। এ সময় পৌর সচিব সাইফুল ইসলাম বিশ^াসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাতক্ষীরা পৌরসভায় সবুজ জলবায়ু তহবিলের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। তিনি বলেন, ‘পরামর্শক নিয়োগ হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। তবে খুব শীঘ্রই এ বিষয়ে ঢাকায় একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা।’ সনাক’র পক্ষ থেকে জলবায়ু প্রকল্প বাস্তবায়নে সুশাসন চর্চার জন্য প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ প্রদান করা হয়। মুক্ত আলোচনায় সকলে ঐক্যমতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে জনঅংশগ্রহণ নিশ্চিতকরণের অংশ হিসেবে সোশাল মনিটরিং করার জন্য সুশীল সমাজ, মিডিয়া ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি প্রকল্প মনিটরিং কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় পৌর মেয়র সনাকের সার্বিক পরামর্শকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে জলবায়ু প্রকল্প বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করেন। সভা সঞ্চলনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ আহাদ। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …