ক্রাইমবার্তা ডেস্ক রিপোটঃ ঢাকা: দল ও জাতীয় ঐক্যফ্র্রন্টের সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর জাতির সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার দল গণফোরাম ও জোটের সিদ্ধান্ত অমান্য করে শপথ নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। গণফোরাম তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …