লাবসার দেবনগরে দেখা মিল্লো ভিন্ন প্রজাতীর ‘বাঘের’ মরদেহ

মোহাম্মদ হোসেনঃক্রাইমবার্তা রিপোর্টার: সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার লাবসার উত্তর দেবনগরে একিট বাঘের মৃত্যু হয়েছে। আজ সকালে ভিন্ন প্রজাতীর এই বাঘের মরদেহ দেখতে উৎসক জনতার ভীড় করে। উত্তর দেবনগরের একটি ঘেরের ভেড়িতে  বাঘটির মরা দেহ পড়ে থাকতে দেখা যায়।

রাতের অন্ধকারে বিদ্যুতের তারের সাথে পেচিয়ে (শক) বাঘটির মৃত্যু হয়েছে বলে ধারণা করআ হচ্ছে।

সবার আগে দেখতে পাওয়া ঘেরের কর্মচারী রবিউল ইসলাম ,জানান সম্ভবত ঘেরে মাছ ক্ষেতে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাঘটি মারা গেছে।
তবে বাঘটির পরিচয় ও বাঘটির গায়ে খত চিন্হ এবং মৃত্যু নিয়ে চলছে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত।
কেউ বলছে বাঘটিকে মেরে ফেলা হয়েছে।
আবার কেউ বলছে বাঘটি মাছ খাইতে এসে বিদ্যূতের তারের সাথে পেচিয়ে মৃত্যু হয়েছে। আবার কেউ কেউ বাঘটির পরিচয় বলছে মেছো বাঘ।
এমনকি বাঘটিকে কেন্দ্র করে এলাকায় রীতিমত হিসাব চলছে।
গ্রামবাসি বলছে বলছেন এ বাঘটি এখানে কি করে আসলো।  আর আসলে তো আর একা আসেনি এর সাথে আরো বাঘ এসেছিলো তারা এখন পালিয়ে আছে, রাতে আবার বের হবে ধারণা তাদের।

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।