সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির কমিটি ঘোষণা

ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা:  সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১০ মার্চ) শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০১৯ অনুষ্ঠানে সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আব্দুল মোকাদ্দেস খান চৌধুরীকে সভাপতি ও মো. মশিউর রহমান বাবুকে সাধারণ সম্পাদক এবং মো. ইসমাইল হোসেনকে অর্থ সম্পাদক করে তিন বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ১৫দিনের মধ্যে এই তিন সদস্যের কমিটি মোট ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে নব-গঠিত কমিটির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু সংগঠন সংশ্লিষ্ট সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।