আনারস প্রতিকে ভোট চেয়ে কুশখালীতে চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেনের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: ২৪ শে মার্চ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম শওকত হোসেন আনারস প্রতিকে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ করেছেন।

সোমবার সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন তিনি।

পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মো. আকবার আলী, প্রচার সম্পাদক হাসান হাদী, দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবাইদুল ইসলাম মানি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কার্তিক চন্দ্রসহ কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় চেয়ারম্যান প্রার্থী এস.এম শওকত হোসেন বলেন, সততা, স্বচ্ছতা, ন্যায়-নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে আমি দায়িত্ব পালন করে আপনাদের ভাগ্যউন্নয়নে কাজ করতে চাই। স্বাধীনতার ৪৭ বছরে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন কাজ করছে, আর কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। আমি এ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারলে আপনাদের উন্নয়নে কাজ করবো।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।