সুষ্ঠু নির্বাচন হলে সাধারণ শিক্ষার্থী সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে সবাই নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত ভিপি নুরল হক নুর। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন। নুর এই প্যানেল থেকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরীর চেয়ে প্রায় ২ হাজার বেশি ভোট পেয়ে নির্বাচিত হন।
নবনির্বাচিত ভিপি দাবি তার স্ট্যাটাসে বলেন, ‘রাতে ব্যালটে সিল মেরে বক্স ভর্তি, বাইরের শিক্ষার্থীরা যেন ভোট দিতে না পারে সেজন্য গণরুমের শিক্ষার্থী এবং নিজেদের লেজুরবৃত্তিক অপরাজনীতি করা নেতা-কর্মীদের দিয়ে বিশাল লাইন করানো। এতো কারচুপি, অনিয়ম, রাতভর ইঞ্জিনিয়ারিং করেও নুর এবং আখতারকে হারাতে পারেনি।
সুষ্ঠু নির্বাচন হলে আমাদের পুরো প্যানেল জিততো। তার অন্যতম উদাহরণ সুফিয়া কামাল, শামসুন্নাহার ও কুয়েত মৈত্রী হল।