ক্রাইমর্বাতা রিপোট: নোয়াখলী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ওয়ার্ড যুবদল সভাপতি আমজাদ হোসেনকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে ফ্রদীপাড়ার উত্তরপাশে ধানুপুর এলাকার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোসেন আমিশাপাড়া ওয়ার্ড যুবদল সভাপতি। তিনি একই এলাকার নুরু মিয়ার ছেলে।
সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, দুপুর ১টার দিকে ফ্রদীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
পরে ফ্রদীপাড়ার উত্তরপাশে ধানুপুর এলাকার মাঠে নিহতের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেলারেল হাসপাতালে নেয়া হবে।
এদিকে ইউনিয়ন যুবদলের সেক্রেটারি বাবলু অভিযোগ করে বলেন, নিজ বাড়ি থেকে আমজাদ হোসেনকে যুবলীগের কর্মী মোহনের নেতৃত্বে ২০-২৫ জন ধরে নিয়ে মাঠে গুলি করে হত্যা করেছে। এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবি করছি।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …