ফিরোজ হোসেন : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর উদ্যোগে মা ও শিশু উৎসব পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় নারকেলতলাস্থ ইসলামী হাসপাতাল চত্বরে এ মা ও শিশু উৎসব অনুষ্ঠিত হয়। হাসপাতালের প্রশানিক ইনচার্জ মো. আনোয়ারুল হুসাঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখন সাতক্ষীরা মেডিকেল কলেজ আবাসিক মেডিকেল সার্জন ডা. রাশিদুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবীদ মাও আব্দুল বারী, গাইনী সার্জন ডা. ইয়াসমিন সুলতানা, চক্ষু সার্জন ডা. আব্দুল্লাহ আল মাসুদ, ডায়বেটিক বিশেষজ্ঞ ডা. ইকবাল মাহমুদ, ডা. মাহফুজ আলম, ফরিদ উদ্দিন প্রমুখ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ আমরা পেতাম না। বঙ্গবন্ধুর বলিষ্ট নেতৃত্বে বাঙ্গালী জাতী তাদের মাতৃভাষায় আজ কথা বলছি। শিশু কাল থেকে বঙ্গবন্ধু মানুষের ভালবাসা নিয়ে গড়ে উঠেছিল। এসময় তিনি আরও বলেন আজকের শিশুদের বঙ্গবন্ধুর জীবনী জানতে হবে এবং তার মত দেশ প্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে। উল্লেখ্য অনুষ্ঠানে প্রায় দুইশত মা অংশ নেয়। বঙ্গবন্ধুর জীবনীর উপরে প্রশ্নত্তোর শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
ক্যাপশন: বঙ্গবন্ধুর ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল সাতক্ষীরায় মা ও শিশু উৎসবে বক্তব্য রাখছেন স্বাচীপ সাধারন সম্পাদক ডা.মো. মনোয়ার হোসেন।