ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা : সাতক্ষীরায় উৎসব মূখর পরিবেশে পাঠক নন্দিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাফল্যের দশ বছর পদার্পণ উপলক্ষে শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যাপক আবু আহম্মেদ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পত্রদূতের উপদেষ্টা চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাড: আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, প্রভাষক শফিকুল ইসলাম, দৈনিক বণিক বার্তার সাংবাদিক গোলাম সরোয়ার, বাংলাভিশন টেলিভিশন এর সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ প্রমূখ। বক্তরা পত্রিকাটির শুরু থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে দেশ বরেণ্য সাংবাদিক পত্রিকাটির সম্পাদক নঈম নিজামকে ধন্যবাদ প্রকাশ করেন। আলোচনা সভা শেষে অতিথিরা বাংলাদেশ প্রতিদিনের জম্মদিনের কেক কেটে সবাইকে মিষ্টি মূখ করান।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …