প্রিজাইডিং অফিসারকে থাপ্পড় নৌকার প্রার্থীর

রংপুরের পীরগাছায় একটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে থাপ্পড় দেয়ার অভিযোগে পুলিশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর ২টার দিকে উপজেলা কাশিয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ মিলন তার নেতাকর্মী নিয়ে কেন্দ্রে প্রবেশ করে অরাজকতার চেষ্টা করেন।

এসময় কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার ও পীরগাছা সরকারি কলেজের সহকারী অধ্যাপক রেজওয়ানুল হাসান চৌধুরী ঐ প্রার্থীকে কেন্দ্র থেকে চলে যাওয়ার কথা বলেন। এসময় মিলন উত্তেজিত হয়ে ঐ কর্মকর্তাকে উপর্যপুরি থাপ্পড় মারতে থাকেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার উৎপল সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে নৌকার প্রার্থীকে আটক করে পীরগাছা থানায় নিয়ে যায়।

রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রিজাইডিং অফিসারকে থাপ্পড় দেয়ার অভিযোগে প্রার্থীকে থানায় নিয়ে আসা হয়েছে।

নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ মিলন জানান, স্থানীয় এমপি ও তার লোকজন জাতীয় পার্টির প্রার্থীর হয়ে কাজ করায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ। ঐ প্রার্থীর পক্ষে ভোট প্রভাবিত করায় প্রতিবাদ করতে গেলে আমাকে থানায় নিয়ে আসা হয়।

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।