বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও প্রতিবন্ধী স্কুল তৈরীর এ মহতী উদ্যোগ এমপি রবিকে সাতক্ষীরাবাসী চিরদিন স্মরণ করবে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান

মাহফিজুল ইসলাম আককাজ ঃ সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতার ইতিহাস ও মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যাপক উৎসাহ উদ্দীপনারর্ বঙ্গবন্ধু স্মুতি পাঠাগার ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জ্ক পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ফলক উন্মোচন ও ফিতা কেটে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি। এসময় তিনি বলেন,‘মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের চিন্তা চেতনা বঙ্গবন্ধুর অনেক আগে থেকে। সেজন্য এ দেশ স্বাধীন হয়েছে। বহুদিন ধরে সাতক্ষীরার প্রতি আমার অনেক প্রাণের টান আছে। এজন্য এ জেলার উন্নয়নে কিছু করতে চাই। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে স্থাপিত ছবিগুলি অনেক দূর্লভ। কম্পিউটারের যুগে মানুষ বই পড়া ভুলে যাচ্ছে। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তুলবে। সাতক্ষীরায় দ্রুত ইকোনোমিক জোন এবং ইকো ট্যুরিজম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতার ইতিহাস ও মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্র বিন্দু হিসেবে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও প্রতিবন্ধীদের জন্য স্কুল তৈরীর জন্য এমপি রবি সাতক্ষীরার মানুষের হদয়ে সারাজীবন বেঁচে থাকবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘আমার সাতক্ষীরা উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন ও সাতক্ষীরায় একটি বিদ্যুৎ প্লান তৈরীসহ সাতক্ষীরার উন্নয়নে বিভিন্ন দাবী তুলে ধরেন এমপি রবি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সালমান এফ রহমানের একান্ত সচিব জাহিদুল ইসলাম ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, মীর তানজীর আহমেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল লতিফ, মীর মোশারফ হোসেন মন্টু, আঃ করিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী ও সাতক্ষীরার শিল্পীদের সমন্বয়ে মনোঙ্গ সাংস্কুতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।

Check Also

সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন

ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:   ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।