সাতক্ষীরায় ওয়াল্ড ভিশন অফিসে রহস্যজনক অগ্নিকাণ্ডে ২৩ মোটর সাইকেলসহ যাবতীয় মালামাল ভস্ম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে মহিলা কলেজের পাশে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের আঞ্চলিক অফিস রহস্যজনকভাবে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। গত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনায় অফিসের যানবাহনসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।

নবযাত্রা প্রকল্পে ফিল্ড অফিস ম্যানেজার রবার্টসন সরকার জানান, রাত আড়াইটার দিকে অফিসে আগুন লাগে। খবর পেয়ে কালিগঞ্জ অগ্নিনির্বাপক সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে অফিস কাজে ব্যবহৃত ২৩ টি পালসার মটর সাইকেল, ১টি হাইএজ মাইক্রো, ৬টি বাইসাইকেল, ২টি এসি ও প্রয়োজনীয় আসবাবপত্র আগুনে পুড়ে যায়। এতে অফিস সংলগ্ন তিন তলা ভবনের ব্যপক ক্ষতি হয়। আগুনে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।

দুর্ঘটনার সময় ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় আব্দুর রব ও হাদি জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পরেও এধরনের অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক। কালিগঞ্জ অগ্নিনির্বাপক অফিসার ইনচার্জ আতিয়ার রহমান আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেননি। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে অগ্নিকা-ের প্রকৃত কারণ জানা যাবে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।