হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা এলাকায় অর্থের অভাবে সু-চিকিৎসা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে দিনমজুর শরিফুল ইসলাম (২২)। সে উপজেলার দক্ষীন শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গগ্রামের হতদরিদ্র গোলাম মোস্তফার পুত্র। শরিফুল ইসলাম ইট ভাটায় শ্রমিকের কাজ করতো। ৩ মাস পূর্বে ভাটার কাজ করাকালীন ভাটার টাল ( স্তুপকৃত) মাটি তার শরীরের উপর পড়ে। এসময় তার শরীর সম্পূর্ন ঢাকা পড়ে মাটিতে। আধাঘন্টা পরে তাকে মাটির ভিতর থেকে উদ্ধার করে স্থানীয় শ্রমিকরা। উদ্ধারের পর তাকে ভাটা মালিক পক্ষ চিকিৎসা প্রদান করলেও সেটা ছিল সাময়িক। চিকিৎসকেরর পরামর্শে পরীক্ষা করে শরীরের তিনটা মেরুদন্ডের জয়েন্ট সরেগেছে বলে জানা যায়। পরবর্তিতে তাকে চিকিৎসার জন্য ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেক ঋনদেনা করে। সেখানে অপারেশন করার মাধ্যমে শরিফুলের মেরুদণ্ডে নাট স্ক্রু লাগানো হয়। দীর্ঘ দুই মাস শুয়ে থাকার পর মেরুদণ্ডের শেষের দিকে একটি ক্ষত সৃষ্টি হয়। পরবর্তিতে সেখানে পচন ধরে ও বড় আকার ধারন করে। শরিফুল ইসলাম তার শরীরের ক্ষত পচন নিয়ে খুব কষ্টের মধ্যে দিন পার করছে। শরিফুলের সু- চিকিৎসার জন্য, দেশ ও প্রবাসের সবার কছে সাহায্য চেয়েছেন তার বৃদ্ধ পিতা, তিনি তাল গাছ খেজুর গাছ কেটে ছেলের চিকিৎসা আর বহন করতে পারছেন না। এর আগে শরিফুলের চিকিৎসার জন্য তার পরিবার ও আত্মীয় স্বজন অনেক টাকা খরচ করেছে এবং তার পরিবার এখন সর্বশান্ত। তার সু-চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানাঃ শরিফুলের ভাই আরিফুল ইসলাম। মোবাইল ও বিকাশ নাম্বারঃ01846-921158,