নেদারল্যান্ডে একটি যাত্রীবাহী ট্রামে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। আজ ইউট্রেক্ট শহরের ওই ট্রামে সে যাত্রীদের ওপর ফাঁকা গুলি করতে থাকে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, একটি ট্রামে একাধিক গুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন। পুলিশের মুখপাত্র জুস্ট ল্যানসেজ জানিয়েছেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার ছুটে গেছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে স্থানীয় টিভি চ্যানেলের খবরে বলা হচ্ছে, গোলাগুলির মধ্যে ঘটনাস্থলে এক নারীকে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া, আত্মরক্ষার্থে কয়েকজন দৌড়ে ওই জায়গা ত্যাগ করেন।
পুলিশ জানিয়েছে, তারা সিটি স্টোরের বাইরে একটি ট্রাম ঘিরে রেখেছেন।