নিজস্ব প্রতিনিধি: জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানসহ দুই জনের নামে সাতক্ষীরা সদর থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। বুধবার সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আমিনুর রহমানের দায়ের করা অভিযোগটি গতরাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। সদর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান মামলা রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অপর আসামী সাইফুল ইসলামসহ অজ্ঞাতনামা ১০/১১ জন।
এদিকে বুধবার বেলা ১২টার দিকে সরকারি কলেজ ছাত্রলীগের এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে গতকাল সাতক্ষীরার বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত প্রকাশিত খবর ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করার হুমকি দেয়া হয়। অন্যথায় পত্রিকা অফিস ও প্রেসক্লাব ভেঙ্গে গুড়িয়ে দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। এরআগে ছাত্রলীগের ওই মিছিল থেকে ‘সাংবাদিকদের দুই গালে জুতা মারো তালে তালে’ সহ আপত্তিকর শ্লোগান দেয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সভাপতি কাজী সাদিক দ্বীপ, নাইম হোসেন প্রমুখ।
অপর দিকে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আমিনুর রহমানের উপর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান কর্তৃক ফোনে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট শ্বাসরোধের চেষ্টার ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে শহরের বড় বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় সমিতির উপদেষ্টা সচিব শেখ নাসেরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী শাহ আলম, মাহাবুব হোসেন, বাবু খান, সামছুর রহমান প্রমূখ।
আলোচনা শেষে সমিতির সভাপতি আ স ম আব্দুর রব কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আজ বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …