ক্রাইমবার্তা রিপোটঃ : সাতক্ষীরা: : ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ আজ ২৪মার্চ রবিবার। এরই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দু’জন। তারা হলেন আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। স্বপন বর্তমানে উপজেলা চেয়ারম্যান ও লাল্টু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন দু’জন। তারা হলেন জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান এইচএম আরাফাত (মাইক প্রতীক) ও উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা (উড়োজাহাজ প্রতীক)। মহিলা ভাইস চেয়ারম্যন পদে লড়ছেন ৩জন। তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না (কলস প্রতীক), কলারোয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা, সাবেক ছাত্রলীগ নেত্রী শাহনাজ নাজনীন খুকু (হাঁস প্রতীক) ও রাজিয়া সুলতানা দুলালী (ফুটবল প্রতীক)।
এরমধ্যে নির্বাচনী কর্মযজ্ঞতায় প্যানেল হিসেবে একসাথে লড়ছেন স্বপন প্যানেলে ফিরোজ আহম্মেদ স্বপন, আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না এবং লাল্টু প্যানেলে আমিনুল ইসলাম লাল্টু, কাজী সাহাজাদা ও শাহনাজ নাজনীন খুকু।
এদিকে, উৎসবমুখর নির্বাচনে চেয়ারম্যান পদে একই দলের উপজেলার দুই হ্যাভিওয়েট প্রার্থী হওয়ায় মূলত আ.লীগ ঘরণার মানুষ বিভক্ত হয়ে পড়েছেন। আনন্দ-আমেজের পাশাপাশি মাঝেমধ্যে দু’পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতেও শোনা গেছে। শনিবার বিকেলে পৌরসভাধীন তুলশীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পরষ্পর সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তফশিল ঘোষণার পর থেকে পুরো নির্বাচনী কর্মযজ্ঞতায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো নির্বাচনী পরিবেশ ছিলো উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রার্থী ও সমর্থকরা মুখোরিত নির্বাচনকে ঘিরে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা মোতায়েন ও টহলে রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমান টিম মাঠে কাজ করছেন। সবমিলিয়ে পুরো কলারোয়া উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
সাধারণ ভোটাররা জানিয়েছেন সাধারণ অনেকের ভোটের প্রতি আগ্রহ হ্রাস পেলেও বাধাহীন ভোটপ্রদানে তারা প্রস্তুত। নিজেদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে ইচ্ছুক।
উপজেলা নির্বাচন অফিসার ও কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মাসুদুর রহমান জানান উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ভোটার সংখ্যা ১লাখ ৮৫হাজার ৭৩০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৬৫৩ জন। আর মহিলা ভোটার সংখ্যা ৯৪ হাজার ৭৭ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৫টি। ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত।
তিনি জানান ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের সরঞ্জমাদী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’
Check Also
সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মশালায় সাংবাদিকদের দাওয়াত নিয়ে বৈষম্যের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় হাওর না থাকলেও হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত …