ক্রাইমবার্তা রিপোটঃ : সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগ প্রার্থীর নৌকা ও বিদ্রোহী প্রার্থীর আনারসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ধ্যা ৭ টায় কলারোয়ার তুলশিডাঙা কেন্দ্রের কাছে সংঘর্ষের এই ঘটনা ঘটে। বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আমিনুল ইসলাম লাল্টু জানান তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষে মারামারি হয়েছে। পরে নিকটস্থ তার এক সমর্থকের বাড়িতে যেয়েও হামলা করা হয়েছে। এতে হামিদের স্ত্রী, মোজাফফর ,শহিদসহ বেশ কয়েকজন আহত হন। নৌকার সমর্থক তুহিন , বুলবুল, বিপ্লব, সাঈদ এই হামলার জন্য দায়ী বলে জানান তিনি।
কলারোয়া থানার ওসি মো. মনিরুজ্জামান জানান নৌকা প্রতীকের প্রাথী ফিরোজ আহমেদ স্বপনের শ্যালককে প্রতিপক্ষ মারধর করে। এই নিয়ে দুই পক্ষে কিছুটা ঝামেলা হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …