১১৭ উপজেলায় নির্বাচন শুরু: আওয়ামী লীগ ছাড়া অংশ নিচ্ছে না অন্য কোন দল

ক্রাইমবার্তা রিপোটঃ  : : আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। দেশের ১শ’১৭টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট নেয়া হবে আজ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এ ধাপের নির্বাচনে ২৪ উপজেলায় অতিরিক্ত বিজিবি, র‌্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে প্রভাব বিস্তার করার অভিযোগে তিন নির্বাহী কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার নির্বাচনপূর্ব এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, নির্বাচনে যেকোনও ধরনের অনিয়ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রামের লোহাগড়া, খুলনার কেশবপুর ও রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করে ইসি। একইসঙ্গে তৃতীয় ধাপের এই ভোটের আগে চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) প্রত্যাহার করা হয়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে সচিব বলেন, ‘নির্বাচনি এলাকাগুলোতে সারাদিন খবর নিয়েছি। যেখানে যেখানে নির্বাচনে অনিয়ম হওয়ার সম্ভাবনা আছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে, সেসব উপজেলায় আমরা অতিরিক্ত বিজিবি ও ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি।’
নির্বাচনের বিষয়ে কমিশন খুবই কঠোর অবস্থানে রয়েছে দাবি করে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘যেখানেই আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি ওইসব উপজেলা থেকে আমরা তাদের তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তাদের বিরুদ্ধে শাস্তিমূলকব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। কোনও অভিযোগ প্রাথমিক তদন্তে সত্য প্রমাণিত হলে আমরা তাদের প্রত্যাহার করছি। ইতোমধ্যে আমরা তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করেছি। বেশ কিছু ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি।’ এই ধাপে মাদারীপুরের রাজৈর, চট্টগ্রামের লোহাগড়া এবং চাদঁপুরের ফরিদগঞ্জ ও কচুয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।
ইসি সচিব বলেন, ‘আমরা তৃতীয় ধাপের ২৪টি উপজেলায় অতিরিক্ত বিজিবি নিয়োগি করেছি। যেখানে প্রয়োজন, আমাদের কাছে টেলিফোনিক বার্তা এলেই বিজিবির সঙ্গে কথা বলে ওইসব উপজেলাতে অতিরিক্ত বিজিবি নিয়োগ করে দিচ্ছি। রংপুরের মিঠাপুকুরে আমরা ৫ প্লাটুন বিজিবি এবং ৭ প্লাটুন র‌্যাব ও ১৭ জন ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছি। আমরা যেসব উপজেলাতে ন্যূনতম অনিয়ম বা বিশৃঙ্খলার সম্ভাবনা আছে ওইসব এলাকায় অতিরিক্ত নজর দিচ্ছি।
অতিরিক্ত বিজিবি মোতায়েন বিষয়ে তিনি বলেন, ‘সাধারণত আমরা যেখানে এক প্লাটুন বিজিবি মোতায়েন করি সেখানে অতিরিক্ত শক্তি সঞ্চয় ও আইনশঙ্খলা সুরক্ষার জন্য দুই প্লাটুন বা ক্ষেত্রমতে তিন প্লাটুন বিজিবি নিয়োগ করেছি। ইসি সচিব বলেন, ‘যেসব উপজেলায় আমাদের মাননীয় সংসদ সদস্যরা প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন, তাদেরও আমরা সতর্কবার্তা হিসেবে এলাকা ত্যাগ করার নোটিশ দিয়েছি। এ ধরনের কয়েকটি উপজেলায় সংসদ সদস্যদের নোটিশ দিয়েছি। সুতরাং যেকোনও ধরনের ভয়-ভীতি, প্রভাব বা চাপের ঊর্ধ্বে থেকে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য কমিশন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। আমরা চাইবো প্রথম ও দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আমরা যাবতীয় আয়োজন সম্পন্ন করেছি।
সংসদ সদস্যদের সতর্কের বাইরেও আচরণবিধি লঙ্ঘনের জন্য কোনও ব্যবস্থা নেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে বলেন হেলালুদ্দীন আহমদ বলেন, “আমরা প্রাথমিকভাবে এভাবে পত্র দিয়ে থাকি ‘আপনি এ ধরনের আচরণবিধি ভঙ্গ করছেন। সুতরাং আপনি অমুক তারিখের মধ্যে এলাকা ত্যাগ করবেন। তা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ প্রত্যেক ক্ষেত্রে আমরা খেয়াল করেছি, আমাদের মাননীয় সংসদ সদস্যরা এ ধরনের পত্র দেওয়ার পর এলাকা ছেড়ে চলে গেছেন। পত্রের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। যদি সম্মান প্রদর্শন না করা হতো তাহলে আমরা দ্বিতীয় পদক্ষেপে যেতাম। আজ রোববার দেশের ১১৭টি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট নেওয়া হবে।

 

এবারের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল অংশ নিচ্ছে না। ফলে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই। জেলার সাত উপজেলায় ৫৯৭টি কেন্দ্রে ৩০৫০টি কক্ষে ১৫ লাখ ৬০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে ৪২৯টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ ৬ স্তরের নিরাপত্তার ব্যবস্থা থাকছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতও থাকবে। ঝুকিপূর্ণ কেন্দ্রে ২জন পুলিশ ও ২জন আনসার সশস্ত্র অবস্থায় থাকবে এবং ১২ জন আনসার নিরস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।
উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদরে ৩জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন নারী ভাইস চেয়ারম্যান অংশ গ্রহণ করছেন। কলারোয়ায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং ন্রাী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তালা উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। আশাশুনিতে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। কালিগঞ্জে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। দেবহাটায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। শ্যামনগরে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।