আশাশুনিতে চেয়ারম্যান মোস্তাকিম, ভাইস চেয়ারম্যান অসীম ও মিলি

ক্রাইমর্বাতা রিপোট:  আশাশুনি: তৃতীয় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ আশাশুনিতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম, ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক অসীম বরন চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি নির্বাচিত হয়েছেন।
রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার মোট ২১২৫৮৯ জন ভোটারের মধ্যে ১১৮১১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম নৌকা প্রতীক নিয়ে ১১টি ইউনিয়নে ৮৫টি কেন্দ্রে ৭৫৫৪১ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪০৭০৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে অসীম বরন চক্রবর্তী টিউবওয়েলপ্রতীক নিয়ে ৪৪৭৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৭৭৩ ভোট, ব্যাবসায়ী এমডি ফিরোজ আহম্মেদ টিয়া পাখি প্রতীক নিয়ে ১৫০৭০, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি শেখ আক্তারুজ্জামান আক্তার উড়ো জাহাজ প্রতীকে ১২৪৪৬, সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম মাইক প্রতীকে ৭২৯০, মতিলাল সরকার তালাচাবি প্রতীকে ৬৩৮৫ ও বিমান বাহিনীর আবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আনিছুর রহমান বই প্রতীক নিয়ে ১৩৭৫ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি ৬৯৬৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনা গাজী পেয়েছেন ৪৩১৮৯ ভোট।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।